reporterঅনলাইন ডেস্ক
  ২২ জুন, ২০২৪

সংক্ষিপ্ত সংবাদ

পুনর্মিলনী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

যারা ভালো অবস্থানে আছে তাদেরকে সকল বন্ধুদের সহযোগিতায় এগিয়ে আসার, দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এম এ এইচ মাহবুব আলম। তিনি গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার চান্দপুর তমিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ৯৫ ব্যাচের প্র্ণূমিলনীতে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। দিনব্যাপী বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আজমত মবিনের আরজুর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাছিহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিনুল হক পাভেলসহ আরো অনেকে।

ঢাল জব্দ

ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুরের সালথায় অভিযান চালিয়ে ২০টি নতুন ঢাল জব্দ করেছে পুলিশ। এসব ঢাল সহিংসতার সময় নিজেদের আত্মরক্ষার জন্য ব্যবহার করে থাকেন সংঘর্ষকারীরা। গত বৃহস্পতিবার রাতে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া শেখপাড়া গ্রামের আমেরিকা প্রবাসী আবু বক্কর মাতুব্বরের নবনির্মিত ভবন থেকে এসব ঢাল জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। এমনকি মামলাও হয়নি। গতকাল শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ ফায়েজুর রহমান।

টুর্নামেন্টের সমাপনী

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের তেঘর উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের নিয়ে ঈদ পূর্ণমিলনী ও ক্রিকেট টুর্নামেন্ট (টিএসপিএল) তেঘর স্কুল প্রিমিয়ার লীগ সিজন-৬ এর সমাপনী ও পুরষ্কার বিতরণী হয়েছে। গতকাল শুক্রবার তেঘর হাইস্কুল মাঠে এ সমাপনী ও পুরষ্কার বিতরণী হয়। ৪ দিনব্যাপী এই টুর্নামেন্ট শেষে ফাইনালে ২০১৮ ব্যাচ ২০১৪ ব্যাচকে ৬ উইকেটে পরাজিত করেছে। বিদ্যালয়ের সাবেক সভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক জাহিদ ইকবাল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের নতুন চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু।

কৃষি মেলা

উল্লাপাড়া প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলা ২০২৪ শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হয়ে মেলার উদ্বোধন ও আলোচনা সভায় বক্তব্য দেন জাতীয় সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সস্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সেলিনা মির্জা মুক্তিসহ অন্যরা।

প্রস্তুতি সভা

রাণীশংকৈল প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ অনুর্ধ্ব-১৭ অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে এক প্রস্তুতি সভা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলের দিকে ইউএনও অফিসকক্ষে এ সভার আয়োজন করা হয়। ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নতুন উপজেলা চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব, সহকারী কমিশনার (ভূমি) আর্নিকা আক্তার, পৌর আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান আবুল হোসেনসহ অন্যরা।

মাঠ দিবস

লালপুর প্রতিনিধি

নাটোরের লালপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল তিলের জাত বিনা তিল-১ এর প্রচার এবং সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলের দিকে বিনা উপকেন্দ্র ঈশ্বরদীর আয়োজনে লালপুরের অর্জুনপুর গ্রামে বিনা ঈশ্বরদী উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা খান জাহান আলীর সভাপতিত্বে মাঠ দিবসে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিনা ময়মনসিংহের মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ, বিশেষ অতিথির বক্তব্য দেন সিএসও (আরসি) ড. সিদ্দিকুর রহমানসহ অন্যরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close