টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

  ২০ জুন, ২০২৪

টুঙ্গিপাড়ায় মুক্তিযোদ্ধা ও সন্তানকে জখম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে বীর মুক্তিযোদ্ধা রফিজ উদ্দিনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ছোট ভাই সাইফুল আলম খাঁ ও তার ছেলেদের বিরুদ্ধে। বাবাকে রক্ষা করতে গিয়ে মুক্তিযোদ্ধার ছেলে হাসিবুর রহমানকেও কুপিয়ে জখম করেন তারা।

গতকাল বুধবার দুপুরে উপজেলার গওহরডাঙ্গা গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। আহত বীর মুক্তিযোদ্ধা ও তার ছেলে বর্তমানে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি আমিনুর রহমান বলেন,

বুধবার দুপুরে পৈতৃক জমির মাটি কাটছিলেন সাইফুল আলম ও তার ছেলেরা। তখন বড় ভাই বীর মুক্তিযোদ্ধা রফিজ উদ্দিন বাধা দিলে তাকে কুপিয়ে জখম করে সাইফুল ও তার ৪ ছেলে মিলে। এ সময় ছেলে হাসিবুর এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়।

অভিযোগ বিষয়ে জানতে সাইফুল আলমের বাড়িতে গেলে তাদের খুঁজে পাওয়া যায়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close