সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
বিদ্যালয়ে সরঞ্জাম কেনার টাকা আত্মসাৎ ইউপি সচিবের
সিংগাইরে অভিযোগ
মানিকগঞ্জের সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার রেশ না কাটতেই এবার বিদ্যালয়ের ডিজিটাল সাউন্ড সিস্টেম স্থাপনে অনিয়মের অভিযোগ উঠেছে ইউপি সচিব মোহাম্মদ সেলিম মোল্লার বিরুদ্ধে।
অভিযুক্ত সচিব মোহাম্মদ সেলিম মোল্লা উপজেলার বলধারা ইউনিয়নে কর্মরত।
জানা যায়, গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের শ্রেণি কক্ষে ডিজিটাল সাউন্ড সিস্টেম স্থাপনে ২০২২-২৩ অর্থবছরে স্থাবর সম্পত্তি হস্তান্তর আয় ১ শতাংশ থেকে ১ লাখ টাকা বরাদ্দ হয়। ওই প্রকল্প বাস্তবায়নে ইউপি সচিব সেলিম মোল্লার বিরুদ্ধে নয়-ছয়ের অভিযোগ ওঠে।
ওই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান করে জানান, প্রকল্পটি বাস্তবায়নের আগেই তার কাছ থেকে ওই ইউপি সচিব ৭ হাজার টাকা হাতিয়ে নেন। সরকারি বরাদ্দের ১ লাখ টাকার মধ্যে ১ কয়েল তার, কর্ডলেস সেট ১টি, ১৬০ ওয়াটের মাইক সেট ১টি ও ৫ টি সাউন্ডবক্স ক্রয় করে দেন। এতে খরচ হয় ৬১ হাজার টাকা। বাকি টাকা সচিব আত্মসাৎ করেন।
প্রধান শিক্ষক আরো জানান, এ প্রকল্পে অনিয়ম-দুর্নীতির বিষয়টি জানতে চাইলে ওই সচিব তার সঙ্গে আপত্তিকর আচরণ করেন। এর আগে ওই সচিব ও এক ইউপি সদস্যের বিরুদ্ধে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। যা বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করেছে বলে জানান তিনি।
জানতে চাইলে অভিযুক্ত ইউপি সচিব সেলিম মোল্লা তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেন।
জানতে চাইলে সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার বসু বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
"