reporterঅনলাইন ডেস্ক
  ১২ জুন, ২০২৪

সংক্ষিপ্ত সংবাদ

ক্ষুদ্রঋণ প্রশিক্ষণ

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়নের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ হয়েছে। গতকাল মঙ্গলবার সকালের দিকে বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ হয়। জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক মিলটন মুহুরীর সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা। সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদারের সঞ্চালনায় অন্যদের মধ্যে সদর থানার সাব ইন্সপেক্টর দিলীপ মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ ঋণগ্রহীতারা উপস্থিত ছিলেন।

চাল বিতরণ

নাটোর প্রতিনিধি

কোরবানির ঈদ সামনে রেখে নাটোর পৌরসভায় ভিজিএফ কার্ডের মাধ্যমে অসচ্ছল মানুষ পেল বিনামূল্যে চাল। গতকাল মঙ্গলবার নাটোর পৌরসভা চত্বরে এ চাল বিতরণের উদ্বোধন করেন পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি। উদ্বোধনে পুরুষ ও মহিলা কাউন্সিলররা উপস্থিত ছিলেন। পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬২১ জন অসচ্ছল মানুষের প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। মেয়র উমা চৌধুরী জানান, আগামী শুক্রবার পর্যন্ত এ চাল বিতরণ কর্মসূচি চলবে।

মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে নাগরিক ও জনপ্রতিনিধিদের মধ্যে সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে মতবিনিময় সভা হয়েছে। বেসরকারি সংস্থা রূপান্তরের

‘রংপুর ও রাজশাহী বিভাগের সামাজিক-রাজনৈতিক সেক্টরে নেতৃত্বের দক্ষতা বিকাশের উদ্যোগ’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার জেলা শহরের চাঁপাই ফুড ক্লাবে এ সভায় জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী, সুশীল সমাজের সদস্য, যুব নেতা, সংবাদমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুুষ উপস্থিত ছিলেন। ইউএসএআইডি এবং ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের (আইআরআই) সহযোগিতায় আওতায় এই সভার আয়োজন করা হয়।

চালকদের কর্মশালা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে পেশাজীবী বাস, মিনিবাস, ট্রাক ড্রাইভারদের প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বিআরটিএর সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা হয়। জেলা বিআরটিএর সহকারী পরিচালক লাইলাতুল মাওয়ার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় বিআরটিএ পরিচালক জিয়াউর রহামন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক তালুকদার আবদুল বাকি, বাগেরহাট জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউর রহমান মন্টুসহ অন্যরা।

দুজনকে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীর খাসপুকুরিয়া অংশ থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে দুজনকে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার চৌহালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান এ অর্থদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার শাহজানি এলাকার জাকির হোসেন ও গাইবান্ধার কানচিপাড়া এলাকার তবারক হোসেন। গতকাল মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান। অভিযানে খাসপুকুরিয়া ইউনিয়নের ভূমি উপসহকারী, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

সচেতনতামূলক প্রচার

পাবনা প্রতিনিধি

খ্রিস্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশের (সিসিডিবি) উদ্যোগে পাবনার গয়েশপুরে জলবায়ু পরিবর্তনের ফলে নেতিবাচক প্রভাব থেকে উত্তরণবিষয়ক ক্যাম্পেইন হয়েছে। গত সোমবার সকালে গয়েশপুর শহীদ স্বরণিকা উচ্চবিদ্যালয় মাঠে সিসিডিবির এরিয়া ম্যানেজার ডেনিশ মারেন্ডীর সভাপতিত্বে বিদ্যালয়ের শিক্ষার্থীদের রচনা ‘জলবায়ু পরিবর্তনের ফলে নেতিবাচক প্রভাব থেকে উত্তরণ’ বিষয়ক রচনা প্রতিযোগীতা হয়। পরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা পারভীন লাবণী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close