ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৯ জুন, ২০২৪
ছাত্রলীগকর্মী হত্যার আসামি গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে ছাত্রলীগ কর্মী আশরাফুর রহমান ইজাজকে গুলি করে হত্যার প্রধান আসামী হাসান আল ফারাবি জয় কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, জেলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয় প্রার্থীর আনন্দ মিছিলের প্রস্তুতির সময় গত ৫ জুন সন্ধ্যায় সদর থানাধীন কলেজপাড়া এলাকায় প্রকাশ্যে ছাত্রলীগ কর্মী আশরাফুর রহমান ইজাজকে গুলি করে হত্যার প্রধান আসামি হাসান আল ফারাবি জয়।
পুলিশ জানায়, ওই ঘটনার পর ইজজের বাবা বাদী হয়ে এজাহারে ১৬ জনসহ অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসমি করে সদর মামলা করেন।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন