শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

  ০৯ জুন, ২০২৪

ফার্মেসির ভেতরে গৃহবধূর গলাকাটা লাশ, পলাতক স্বামী

গাজীপুরের শ্রীপুরের একটি ফার্মেসি থেকে রেহেনা আক্তার (২৭) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের মোস্তফা মার্কেটের মোল্লা ফার্মেসির ভেতর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে স্বামী কিবরিয়া পলাতক রয়েছেন।

নিহত রেহেনা গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়া গ্রামের ইদ্রিস আলীর মেয়ে। নিহত রেহানার স্বামী কিবরিয়া নড়াইলের কালিয়া উপজেলার ধুসাহাটি গ্রামের বাসিন্দা।

গতকাল শনিবার শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এনায়েত কবির স্থানীয়দের বরাত দিয়ে জানান, কিবরিয়া গত ৮ মাস আগে স্ত্রী রেহেনাকে নিয়ে মুলাইদ এলাকায় মোস্তফার বাড়িতে ভাড়া থেকে আবিদ ডাইংয়ের পাশে মোল¬া মার্কেটে ওষুধের ব্যবসা করতেন। গত তিন মাস আগে স্ত্রীকে গ্রামের বাড়িতে পাঠিয়ে ভাড়া বাসা ছেড়ে দিয়ে ফার্মেসিতেই রাত্রিযাপন করতেন। শুক্রবার সারাদিন দোকান বন্ধ দেখে মার্কেট মালিক মোস্তফা সাটারের নিচ দিয়ে টস লাইট দিয়ে দেখে একটি মরদেহ পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে।

শ্রীপুর মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত সাখাওয়াত হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close