নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৮ জুন, ২০২৪
সোনারগাঁয়ে ২ লাখ টাকা জরিমানা
নাারায়ণগঞ্জ সোনারগাঁয়ে অনুমোদনহীন ও অবৈধভাবে গড়ে ওঠা ভবনে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে ভবন নির্মাণে রাজউকের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ছয় তলা বিশিষ্ট ভবনের মালিক জসীমউদ্দীনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, আরও কয়েকটি ভবন মালিককে সতর্ক করা হয় এবং রাজউকের অনুমোদন ব্যতীত কাজ করবে না মর্মে মুচলেকা নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজউকের নারায়ণগঞ্জ জোনাল অফিসের পরিদর্শক মো. মনিরুজ্জামান প্রমুখ।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন