বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

  ০৮ জুন, ২০২৪

বোয়ালখালী

ড্রেজারের ধাক্কায় ভাঙল কাঠের সেতু, ভোগান্তি

চট্টগ্রামের বোয়ালখালীতে বালুবাহী ড্রেজারের ধাক্কায় রায়খালী খালের ওপর নির্মিত কাঠের সেতু ভেঙে ২ জন আহত হয়েছেন। সেতু ভেঙে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী ও শাকপুরা ইউনিয়নের হাজারো বাসিন্দা। গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বোয়ালখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী ও শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের  মধ্যে যোগাযোগের জন্য এই সেতু ব্যবহৃত হয়ে আসছে। প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষ যাথায়াত করে ওই সেতু দিয়ে। এতে এলাকার মুসল্লিরা মসজিদে, শিক্ষার্থীরা স্কুল-কলেজ, মাদরাসায় এবং পৌর সদরে যাতায়াত করেন বাসিন্দারা। দেশ স্বাধীনের পর থেকে কাঠের সেতুটি এলাকাবাসী নিজেদের অর্থায়নে সংস্কার করে আসছিলেন।

পৌরসভার কাউন্সিলর মো. ইসমাইল হোসেন চৌধুরী আবু বলেন, সকাল ১১টার দিকে একটি বালুবাহী ড্রেজার ধাক্কা দিলে কাঠের সেতুটি ভেঙে পড়ে। এ সময় সেতুতে থাকা দুই ব্যক্তি খালে পড়ে আহত হন। তারা সাঁতারে পাড়ে উঠেছে।

মামুন নামের এক শিক্ষার্থী বলেন, সকালে স্কুলে যাওয়ার সময় ভালো ছিল সেতু। কিন্তু স্কুল থেকে ফেরার সময় দেখি সেতু নেই। এখন স্কুলে যাওয়া আসায় সমস্যার সম্মুখীন হচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর জানান, ড্রেজার মালিকের সঙ্গে কথা হয়েছে। তারা সেতুটি সংস্কার

করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন। যতক্ষণ সেতুর সংস্কার কাজ শেষ হবে না ততক্ষণ ড্রেজার মালিকের অর্থায়নে নৌকা দিয়ে মানুষ পারাপার করবে। এছাড়া এ বছরের সেতু নির্মাণ করা হবে বলেও জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close