গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গোবিন্দগঞ্জে চাঁদার দাবি, ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ম্যাজিস্ট্রেট পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করায় শাহজাহান আলী (৪৫) নামের ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নীলফামারীর সৈয়দপুর শহরের গার্ড পাড়ার বাসিন্দা।
গত বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার নাকাইহাট বাজারে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে।
গতকাল শুক্রবার দুপুরের দিকে গোবিন্দগঞ্জ থানার হলরুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন গাইবান্ধার সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা।
সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা জানান, বৃহস্পতিবার দুপুরে নাকাইহাট বাজারে বর্মনস ডেন্টাল কেয়ারে ঢুকে শাহজাহান নিজেকে রংপুরের উপপরিচালক (বিএমডিসি) বিভাগীয় ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে কাগজপত্র তছনছ করে এবং চেম্বার অপরিষ্কারের অভিযোগ এনে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।
পরে সন্দেহ হলে তাকে বসিয়ে রেখে বর্মন ডেন্টাল কেয়ারের মালিক দন্ত চিকিৎসক জয়ন্ত চন্দ্র মোহন্ত গাইবান্ধা সিভিল সার্জন অফিসে ফোন করেন এবং জানতে পারেন এ রকম কোনো টিম গাইবান্ধা জেলায় কাজ করছে না। তার মোবাইল ফোনে কথোপকথন বুঝতে পেরে কথিত ম্যাজিস্ট্রেট পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ তাকে আটক করে থানা নিয়ে যায়।
পুলিশ সুপার আরো জানান, জিজ্ঞাসাবাদে শাহজাহান স্বীকার করে দীর্ঘদিন যাবৎ তিনি ভুয়া ম্যাজিস্ট্রেটসহ সরকারী বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তার পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি, ব্যবসায়ীসহ নানা চিকিৎসাকেন্দ্রে জরিমানার নামে প্রতারণা করে আসছেন। তার বিরুদ্ধে নীলফামারীর কিশোরগঞ্জ থানায় ভুয়া সরকারী কর্মকর্তা পরিচয় দেওয়ায় একটি মামলা রয়েছে। এছাড়া বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান, সহকারী পুলিশ সুপার সি-সার্কেল উদয় কুমার সাহা, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্, উপপরিদর্শক (এসআই) মানিক রানা ও এএসআই প্রলয় কুমার বর্মা উপস্থিত ছিলেন।
"