নোয়াখালী প্রতিনিধি

  ২১ নভেম্বর, ২০২৩

পায়ের অ্যাংলেটে মিলল ৯১৫০ ইয়াবা, আটক ২

নোয়াখালীর বেগমগঞ্জে অ্যাংলেট দিয়ে পায়ের সঙ্গে মুড়ে পাচারের সময় ৯ হাজার ১৫০টি ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার চৌমুহনী চৌরাস্তা জামে মসজিদসংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার জয়নাল আবেদীন (৪৮) ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার আলিুপুর এলাকার আজগর হাজী বাড়ির ইসমাইল হোসেন টিপু (৩৬)। পুলিশের দাবি, আটক ব্যক্তিরা মাদককারবারে জড়িত।

পুলিশ জানায়, হরতালে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দায়িত্ব পালনের সময় চৌমুহনী চৌরাস্তা জামে মসজিদ এলাকায় একটি মিষ্টির দোকানে দাঁড়ানো ৩-৪ ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হলে পুলিশ জয়নাল নামে একজনকে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যায়। পরে জিজ্ঞাসবাদে ফুটবল খেলার অ্যাংলেট দিয়ে পায়ের সঙ্গে লুকানো অবস্থায় ইয়াবার কথা জানায়। তার দুই পায়ের অ্যাংলেট দিয়ে আটকানো ৯ হাজার ১৫০টি ইয়াবা জব্দ করে পুলিশ। পরে আরেকজনকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, ‘ইয়াবাসহ আটক দুজনের বিরুদ্ধে মামলা বিষয়টি প্রক্রিয়াধীন। পরে তাদের আদালতে সোপর্দ করা হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close