চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

  ২১ নভেম্বর, ২০২৩

চান্দপুর বাগান ডাকঘর

দেয়ালে ফাটল, ধসের ঝুঁকি

হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর বাগান সাব-ডাকঘরটি সীমাহীন সমস্যায় জর্জরিত। ব্রিটিশ আমলে নির্মিত ডাকঘরটি প্রতিষ্ঠার পর আর কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। বর্তমানে ডাকঘরটির চারপাশের দরজা-জানালা নড়বড়ে হয়ে পড়েছে। দেয়ালের প্রায় জায়গায় বড় বড় ফাটল ধরেছে। ওপরের টিন চুইয়ে পানি পড়ে অফিসের মূল্যবান কাগজপত্র নষ্ট হয়ে যাচ্ছে।

যেকোনো সময় ডাকঘরটি ধসে পড়তে পারে- এমন ঝুঁকি নিয়ে কাজ করছেন ৩ কর্মচারী। ভবনটি বহু আগেই ব্যবহার অনুপযোগী হয়ে পড়লেও কর্তৃপক্ষ ডাকঘরটি মেরামতের কোনো উদ্যোগ নেয়নি। ফলে প্রাচীন এ সাব-ডাকঘরটি দিনে দিনে তার জৌলুশ হারিয়ে এখন ভগ্নদশায় পরিণত হয়েছে।

চান্দপুর বাগান ডাকঘরের সাব-পোস্টমাস্টার পরিমল শর্মা জানান, ভবনটির দুরবস্থার কথা তিনি বার বার কর্তৃপক্ষকে লিখিতভাবে জানালেও কাজের কাজ কিছুই হয়নি। তিনি বলেন, ডাকঘরটি ৭টি চা বাগান ও ৯টি গ্রামের

সাধারণ মানুষকে সেবা দিয়ে আসছে। এ ছাড়া, অফিস ভবনটির চারপাশের সীমানাপ্রাচীর না থাকায় সেখানে গরু-ছাগল বিচরণ করছে এবং রাতে কোনো পাহারাদার না থাকায় অফিস থাকে অরক্ষিত। এতে যেকোনো সময় অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র খোয়া যেতে পারে বলেও জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close