বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর বদলগাছী
অপহরণের এক মাস পর কিশোরী উদ্ধার
নওগাঁর বদলগাছীতে অপহরণের এক মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে থানা পুলিশ। গত রবিবার ভোরের দিকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত রাব্বি (২০) পলাতক।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে রবিবার ভোরের দিকে পাবনার ঈশ্বরদীর কামালপুর গ্রাম থেকে কিশোরীকে (১৫) উদ্ধার করে থানা পুলিশ। এ ঘটনায় জড়িত পলাতক আসামি রাব্বিকে গ্রেপ্তার করা যায়নি।
এর আগে, গত ২১ অক্টোবর সকাল ৯টায় প্রেম এবং বিয়ের প্রলোভনে বদলগাছীর কোলা ইউপির ভান্ডারপুর বাজার থেকে কিশোরীকে ঈশ্বরদীর কামালপুর গ্রামের রাব্বি অপহরণ করে নিয়ে যায়।
৭ নভেম্বর কিশোরীর বাবা হামিদুর রহমান বাদী হয়ে বদলগাছী থানায় একটি অপহরণ মামলা করে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, মামলার পরিপেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে ১৯ নভেম্বর রবিবার ভোররাতে কিশোরীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত রাব্বি পলাতক। গত রবিবার উদ্ধার কিশোরীকে জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে।
"