চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ২১ নভেম্বর, ২০২৩

নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের চৌহালীতে বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ করতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজের ৩ দিন পর সেই শ্রমিক আকোব্বর আলীর (৬০) লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

গত রবিবার উপজেলার জনতা উচ্চবিদ্যালয়-সংলগ্ন যমুনা নদীতে লাশ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে স্বজন ও নৌ-পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে। আকোব্বর আলী কুষ্টিয়া জেলার খোকশার মৃত কাছেদ আলীর ছেলে।

গত বৃহস্পতিবার উপজেলার জোতপাড়া এলাকায় বিকেলে যমুনায় নৌকা ঘোরানোর সময় হালের সঙ্গে আঘাত লেগে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। নিখোঁজের পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। দুদিনেও খুঁজে না পাওয়ায় উদ্ধার অভিযান সমাপ্ত করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close