বগুড়া প্রতিনিধি

  ২১ নভেম্বর, ২০২৩

বগুড়ায় অভিযোগ

চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা

বগুড়া সদরের কাজী নুরুইল গ্রামে চোর সন্দেহে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। কিশোর জয় ইসলাম (১৭) সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের স্বাধীন মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাত সাড়ে ৯টার দিকে কাজী নুরইল গ্রামের এক বাড়িতে প্রবেশ করে জয়। জয়ের উপস্থিতি টের পেয়ে ঘর থেকে বের হয়ে আসেন বাড়ির লোকজন। এ সময় ভয়ে জয় একটি গাছে ওঠে। পরে তাকে গাছ থেকে নামিয়ে মারধর শুরু করে বাড়ির লোকজন। চোর ঢুকেছে এমন খবর পেয়ে এলাকার লোকজন ওই বাড়িতে গিয়ে জয়কে মারপিট করে। এতে সেখানেই তার মৃত্যু হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় আনা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close