ফরিদপুর প্রতিনিধি

  ২১ নভেম্বর, ২০২৩

ফরিদপুরে চালকের লাশ উদ্ধার, হত্যার দাবি পরিবারের

ফরিদপুর সদর উপজেলার উত্তর শোভারামপুর গ্রামের মো. তুহিন শেখ (৪০) নামে এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে কে বা কারা অটোরিকশায় করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে লাশ রেখে পালিয়ে যায়।

এ সময় তুহিন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে বলে জানিয়ে কৌশলে পালিয়ে যান তারা। তবে নিহতের পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে।

নিহতের স্ত্রী লিপা বেগম ও পরিবারের সদস্যরা জানান, নিহত তুহিন অটোরিকশা ছাড়া রবিবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। ভোরে খবর পেয়ে তারা হাসপাতালে যান। পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন জানান, তুহিনকে হাসপাতালে নেওয়া ওই অটোচালককে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close