রাকিবুল ইসলাম, হরিরামপুর (মানিকগঞ্জ)

  ২১ নভেম্বর, ২০২৩

চরে ঘুরতে দেখে ‘সন্দেহ’ গাছে বেঁধে মারধরে হত্যা

মানিকগঞ্জের হরিরামপুরের একটি চর থেকে একজনকে ধরে নিয়ে হাত-পা বেঁধে মারধরে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার রাত ৮টায় উপজেলার ধুলশুড়া ইউনিয়নের আইলকুন্ডি গ্রামে ‘চোর সন্দেহে’ গাছে বেঁধে মারধরে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়।

আইলকুন্ডি গ্রামের নাঈম (২২) ও আসিফের মারধরে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু হয় বলে জানা গেছে।

জানা গেছে, আইলকুন্ডি চরে ঘোরাঘুরি করতে দেখে বিলের মধ্যে ধুলশুড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হরিপদর কাঠবাগানে নিয়ে অজ্ঞাতনামা একজনকে নিয়ে যান আইলকুন্ডি গ্রামের নাঈম ও আসিফ। সেখানে গাছের সঙ্গে হাত-পা বেঁধে বেধরক মারধর করেন তারা। পা থেকে মাথা পর্যন্ত বিভিন্ন স্থানে আঘাতের ফলে এক পর্যায়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হলে তারা বাড়িতে চলে যান।

এদিকে আইলকুন্ডি চরে বসবাসকারী বাচ্চু শেখ বিষয়টি জানতে পেরে নাঈম ও আসিফকে সঙ্গে নিয়ে হরিপদর কাঠবাগানে গিয়ে অজ্ঞাতনামা ব্যক্তিকে মৃত দেখতে পান। বিষয়টি ধুলশুড়া ইউপির চেয়ারম্যান জায়েদ খানকে জানানো হলে গতকাল সকালে হরিরামপুর থানায় অবগত করেন তিনি।

খবর পেয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার আদিত্যসহ সিঙ্গাইর সার্কেলের পুলিশ সুুপার (এসপি) ইমরান বেলা ১১টায় আইলকুন্ডির দূর্গম চরে যান। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে দুপুর ২টার দিকে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায় পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ ও জড়িতদের মধ্যে আসিফকে আটক করা হয়েছে।

জানতে চাইলে ধুলশুড়া ইউপি চেয়ারম্যান জায়েদ খানের বলেন, ‘রবিবার গভীর রাতে আমাকে অবগত করলে বিষয়টি নিশ্চিত হয়ে আজ (সোমবার) সকালে হরিরামপুর থানাকে অবহিত করি।’ হত্যায় জড়িতদের আইনি প্রক্রিয়ায় বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

সিঙ্গাইর সার্কেলের এসপি ইমরান বলেন, ‘অজ্ঞাত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) মানিকগঞ্জের সহায়তা চাওয়া হয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close