বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
এমপি প্রার্থী হতে উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছেন বাঁশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মুহাম্মদ গালীব সাদলী। গতকাল রবিবার দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। গালীব সাদলী চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে সংসদ সদস্য প্রার্থী হতে চান তিনি। পদত্যাগপত্র পাওয়ার কথা নিশ্চিত করে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার জানান, সংশি¬ষ্ট দপ্তরে পদত্যাগপত্র পাঠানো হয়েছে। সেটি গ্রহণ করলে কার্যকর হবে।
চৌধুরী মুহাম্মদ গালীব সাদলী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। বাঁশখালী আসনের প্রতিটি ইউনিয়নে সংগঠনকে শক্তিশালী করতে নিরলস পরিশ্রম করেছি। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাঁশখালীর মানুষের ঘরে ঘরে প্রধানমন্ত্রীর উন্নয়নের বার্তা পৌঁছে দিয়েছি।
"