রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাউজান
দেড় হাজার হেক্টর জমিতে ফলবে ৩০০০ টন বেগুন
* ধানে খরচ না ওঠায় শাকসবজি চাষের দিকে ঝুঁকছেন কৃষক * প্রথমে ১২০ টাকা কেজি। পরে তা নামে ৪০-৫০ টাকায়
চট্টগ্রামের রাউজানে প্রতিবছর মৌসুমি সবজির উৎপাদন বাড়ছে। এ বছর চাষ হয়েছে দেড় হাজার হেক্টর জমিতে। নানা জাতের সবজির মধ্যে কৃষকদের আগ্রহ বেশি বেগুন চাষের দিকে। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, পরিচর্যার দিকে বেশি মনোযোগ দিতে হলেও বেগুনে লাভ হয় বেশি। তা ছাড়া এখানকার বেগুনের কদর রয়েছে চট্টগ্রামে। বেগুনচাষি মফিজুর রহমান বলেন, এ অঞ্চলের বেগুন ‘ডাবুয়ার বেগুন’ নামে পরিচিত। অন্যান্য বেগুনের তুলনায় এর স্বাদ মুখরোচক। খেত থেকে মৌসুমের প্রথম ফলনে বেগুনের দাম পাওয়া যায় কেজিতে ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত। পর্যায়ক্রমে দাম এসে দাঁড়ায় ৪০-৫০ টাকায়।
সরেজমিনে দেখা যায়, বেশির ভাগ বেগুন চাষ এই এলাকার সর্তা, ডাবুয়া, খাসখালীর খালের দুই পাড়ে। তিনটি খালে জোয়ার ভাটা না থাকলে পাহাড়ি পানি নামে ঝির ঝির ধারায়। এই পানিতে এলাকার মানুষ সবজিসহ নানা জাতের ফসল ফলায়। সবজি চাষাবাদের জড়িত কৃষকরা বলেছেন, ধান চাষাবাদে খরচ বেশি। তাছাড়া খরা, দুর্যোগ, রোগবলাই কাটিয়ে উঠে যতটুকু ফলন পাওয়া যায় তা থেকে খরচ ওঠে না। এ কারণে কৃষকরা মৌসুমি শাক-সবজি চাষাবাদের দিকে ঝুঁকছে।
জানা যায়, কৃষি বিভাগ ধানচাষাবাদে অনাগ্রহী কৃষকদের মৌসুমি ফলমূল চাষাবাদে উন্নত জাতের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করে আসছে। কৃষি বিভাগের মাঠ পর্যায়ে কর্মরত লোকজন কৃষকদের সঙ্গে যোগাযোগ রেখে রোগবলাই থেকে ফসল রক্ষায় পরামর্শ দিচ্ছেন।
সর্তা,ডাবুয়া, কাশখালী খালের দুপাড়ে দেখা যায়, বেগুনের পাশাপাশি শত শত একর জমিতে চাষ হয়েছে ফুলকপি, বাঁধাকপি, মরিচ, শিম, আলু, লাউ, মিষ্টি, মুলা, বরবটিসহ নানা জাতের সবজি।
উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম কবির জানান, রাউজানে এবার সবজি চাষাবাদ হয়েছে ১ হাজার ৪৩০ হেক্টর জমিতে। সবজি চাষের আওতায় আসা এসব খেত থেকে ফলন পাওয়া যাবে ২৮ হাজার ৫৮৫ মেট্রিক টন। এখানে শুধুমাত্র বেগুন চাষ হয়েছে ১২০ হেক্টর জমিতে। উৎপাদন হবে ৩ হাজার মেট্রিক টন। তিনি বলেন, কম খরচে সবজি চাষাবাদে কৃষকদের উৎসাহিত করতে তাদের উন্নতমানের বীজসহ সার বিনামূল্যে দেওয়া হচ্ছে। খেতের পরিচর্যার জন্য কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।
"