পাবিপ্রবি প্রতিনিধি
হরতালে পাবিপ্রবির বাসে হামলা ছাত্র আহত
বিএনপি ও সমমনা দলের ডাকা ৪৮ ঘণ্টার হরতালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত বিআরটিসির একটি দোতলা বাস ভাঙচুর করা হয়েছে। এতে পরিসংখ্যান বিভাগের শাহিদুল ইসলাম জিহাদ নামের প্রথম বর্ষের এক শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল রবিবার সকাল ১১টায় পাবনা শহরের মহিষের ডিপো এলাকায় এ ঘটনা ঘটে।
আক্রান্ত বাসের চালক মো. শাহীনুর রহমান জানান, ‘আমরা মহিষের ডিপো পার হচ্ছিলাম। আচমকা গলির ভেতর থেকে ৮-১০ জন মুখে মাস্ক পড়া বাসে ইটপাটকেল ছুঁড়ে। তখন বাসে থাকা শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। আমি গাড়ির স্পিড বাড়িয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করি। পরে অনন্ত মোড়ে এসে আমাদের অফিসে ফোন দিয়ে ঘটনা জানায়, তখন পুলিশ আসে। হামলায় বাসের চারটি জানালা ভেঙে গেছে।
আহত শিক্ষার্থীর সহপাঠীরা জানান, শাহিদুল ইসলাম মহিষের ডিপো এলাকায় নামার জন্য দরজায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় বাস হঠাৎ করে ব্রেক করলে সে বাস থেকে পড়ে যায়। এ সময় তার হাঁটু ছিলে যায় এবং পায়ে ব্যথা পায়। পরে প্রাথমিক চিকিৎসার জন্য তাকে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন জানান, ‘সকালে হরতাল পালনকারীরা বাসে ঢিল মেরে বাসের জানালা ভেঙে দেয়। এ ঘটনা শোনার পরই আমরা আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে
বিষয়টি অবহিত করি। তারা শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যাপারে আমাদের আশ্বস্ত করেছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করছেন বলে জানিয়েছেন বাহিনীটি।’
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, ‘ঘটনা শোনার পর আমরা ঘটনাস্থলে যাই। জড়িতদের আটকের জন্য আমাদের টিম কাজ করছে।’
"