দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

  ২০ নভেম্বর, ২০২৩

কমিটি ছাড়াই দুই মাস দুমকি ছাত্রলীগের

কমিটি বিলুপ্তির দুই মাসেও পটুয়াখালীর দুমকিতে নেই ছাত্রলীগ কমিটি। উপজেলা ছাত্রলীগের কর্মিসভা অনুষ্ঠিত হয়ে মাস পার হলেও নতুন কমিটি ঘোষণা না দেওয়ায় নেতৃত্বহীন হয়ে পড়েছে দুমকি উপজেলা শাখা ছাত্রলীগ। এতে নেতাকর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

জানা যায়, এ বছরের ১৪ সেপ্টেম্বর মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৩ দিনের মধ্যে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেয় জেলা ছাত্রলীগ। পরে গত ৫ অক্টোবর জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে ১৪ অক্টোবর উপজেলা কর্মিসভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা ছাত্রলীগের গ্রন্থনা প্রকাশনাবিষয়ক সম্পাদক (সাবেক) রাকিব মৃধা বলেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দুমকী উপজেলা ছাত্রলীগের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু কমিটি না থাকায় আমরা আজ অভিভাবকশূন্য। শ্রীরামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাব্বিকুল বলেন, আমরা নেতৃত্বহীনতায় ভুগছি। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম বলেন, ছাত্রলীগের কমিটি আরো আগেই দেওয়া উচিত ছিল।

জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, আমরা সবাই খুব পরিমাণ চেষ্টা করছি কমিটি কীভাবে সুন্দর সাংগঠনিকভাবে দক্ষদের দেওয়া যায় তার জন্য।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close