মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁ
রুল জারির ১৯ দিনেও বন্ধ হয়নি বালু উত্তোলন

নওগাঁর মহাদেবপুর ও মান্দা উপজেলার আত্রাই নদী থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধে রুল জারি করেছেন হাইকোর্ট। প্রভাবশালী বালু ইজারাদার মোয়াজ্জেম হোসেন যাতে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করতে না পারে সেজন্য তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মহাদেবপুরের সফাপুর ইউনিয়ন পরিষদের সদস্য নাসির উদ্দীন গত ২৫ অক্টোবর অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধের জন্য ইজারাদারসহ ১১ জনকে বিবাদী করে হাইকোর্ট বিভাগে রিট পিটিশন মামলা দায়ের করেন। এলাকাবাসীর পক্ষে ইউপি সদস্য নাসিরের রিট পিটিশন আবেদনের পরিপ্রেক্ষিতে ৩০ অক্টোবর বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ জারি করেন।
কিন্তু হাইকোর্ট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশের পরও ইজারাদার বহাল-তবিয়তে মাটি ও বালু উত্তোলন করে যাচ্ছেন। রুল জারির ১৮ দিন পার হলেও এখনো কোনো ব্যবস্থাগ্রহণ করেননি কর্তৃপক্ষ। এ নিয়ে এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
জেলা প্রশাসক গোলাম মওলা ফোনে জানান, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধের বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্দেশনা পাইনি। নির্দেশনা পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে তিনি ইজারার টাকা পরিশোধ না করে বালু উত্তোলন করে আসছিলেন। বিষয়টি জানার পর তাকে নোটিশ করা হয়। পরে তিনি ইজারার সমুদয় টাকা পরিশোধ করে নিয়ম অনুযায়ী বালু তুলছেন।
"