মাগুরা প্রতিনিধি
শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়
বাঁশ দিয়ে ঠেকানো ছাদ ধসে ৮ ছাত্রী হাসপাতালে
মাগুরার শ্রীপুর
মাগুরার শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ছাদের বিমের নিচে থাকা ইটের দেয়াল ধসে ৮ শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মাগুরা ও শ্রীপুরের একটি বে-সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিদ্যালয়ের দুটি কক্ষকে একত্রিত করে একটি হল রুম বানানোর প্রয়োজনে কংক্রিটের ওই বিমের নিচের পার্টিশন দেওয়া ইটের গাঁথুনির একটি দেয়াল ভেঙে উপরের দিকের ৩ ফিট অংশ না ভেঙে বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখা হয়েছিল। এ ঘটনায় ৮ শিক্ষার্থী আহত হয়। আহত রিয়া (১৩) ও আহত নুপুরকে (১৪) মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের শ্রীপুরের সদরের ডিজিটাল প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।
গ্রন্থাগারিক কায়কোবাদ ও আহত ছাত্রী নুপুরসহ অন্যরা বলেন, প্রশাসনিক ভবনের চতুর্থ তলায় শনিবার ৪০১ নম্বর কক্ষে সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা চলছিল। আনুমানিক পৌনে একটার দিকে হঠাৎ বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখা বিমের নিচের পার্টিশন দেয়ালের কিছু অংশ ভেঙে বেশ কয়েকটি জমাটবদ্ধ বড় বড় ইটের টুকরো পড়ে যায়। এতে ৮ জন ছাত্রী আহত হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গৌতম ঠাকুর বলেন, বিমের নিচের পার্টিশন ওয়ালের পুরোটা না ভেঙে খানিকটা ঝুলন্ত ওয়াল বাঁশ দিয়ে ঠেস দিয়ে রেখে দেওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
অভিভাক নাসিরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনাটি তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনা উচিত। প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী বলেন, আমি এখন রাজনৈতিক কাজে বাইরে আছি। ঘটনার বিষয়ে শুনেছি।
মাগুরা জেলা প্রশাসক আবু নাসের বেগ বলেন, ঘটনাটি জেনেছি এবং শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ মহল গত শনিবার ফোনে বলেন, বিষয়টি জানা মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
"