পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
২০ নভেম্বর, ২০২৩
পার্বতীপুরে ট্যাংকলরি বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু
দিনাজপুরের পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে ওয়েল্ডিং করার সময় ট্যাংকলরি বিস্ফোরণে রতন (৩৮) নামে এক আহত শ্রমিক মারা গেছেন। গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।
শ্রমিক রতনের বাড়ি দিনাজপুর সদর শেখপাড়া রেলগেটের আবু কালামের ছেলে। আহতরা হলেন মিথুন পরিবহনের সুপারভাইজার বাদশা (৩৮) ও রতনের সহকারী নাহিদ (১৬)।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, শনিবার সন্ধ্যা ৭টার দিকে একটি ট্যাংকলরি কেন্দ্রীয় বাস টার্মিনালের রতন ওয়ার্কশপে ওয়েল্ডিং করার সময় বিকট শব্দে লরিটির বিস্ফোরণ ঘটে। এ সময় লরটির ম্যানহোলের ঢাকনা উড়ে যায়। সামনের গ্লাস ভেঙে ছিটকে পড়ে চারপাশে। লরিটির পাশে থাকা মিথুন পরিবহনের একটি বাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন