reporterঅনলাইন ডেস্ক
  ২০ নভেম্বর, ২০২৩

সংক্ষিপ্ত সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকী

গাইবান্ধা প্রতিনিধি

রুশ বিপ্লব বার্ষিকী ও বাসদ মার্কসবাদীর ৪৩তম প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে স্থানীয় পৌর পার্কের শহীদ মিনার চত্ব¡রে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। পার্টির জেলা আহ্বায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাসদ মার্কসবাদী জেলা সদস্য গোলাম ছাদেক লেবু, নিলুফার ইয়াসমিন শিল্পী, কাজী আবু রাহেন শফিউল্যাহ, মাহবুবুর রহমান খোকা প্রমুখ।

কৃষক সমাবেশ

সিরাজগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের উদ্যোগে সিরাজগঞ্জে রেশম চাষী ও কৃষক সমাবেশ হয়। গত শনিবার সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন পরিষদের মিনিফিলেচার কেন্দ্রে দিনব্যাপী এ সমাবেশ হয়েছে। রাজশাহী আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয় এর উপপরিচালক মো. তরিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আনওয়ার হোসেন।

বার্ষিক সভা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে একমাত্র পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল অরবিন্দ শিশু হাসপাতালের ৩৬তম বার্ষিক সাধারণ সভা হয়েছে। গত শনিবার হাসপাতালের বিমল কুমার দেব মিলনায়তনে এ সভা হয়। অরবিন্দ শিশু হাসপাতাল কমিটির সভাপতি আব্দুস সামাদ এর সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. শামীম কবির। এছাড়া বক্তব্য দেন স্মরণিকা উপ-কমিটির আহবায়ক রেজওয়ান হোসেন চৌধুরী রানা, সহ-সভাপতি সুনীল চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক জামিনুর ইসলাম জুয়েল প্রমুখ।

খেলা অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। গত শনিবার বিকেলে গেড়ামারা গোহাইলবাড়ী সবুজ সেনা উচ্চ বিদ্যালয় মাঠে একতা ফুটবল টুর্নামেন্টের খেলা হয়। এটি শুভ উদ্বোধন করেন, খেলার প্রধান পৃষ্ঠপোষক ও মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ লিটন। এ সময় প্রধান অতিথি ছিলেন, বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিয়া, গাজীপুর সাবেক পুলিশ সুপার আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন, বহুরিয়া ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ফজল, প্রমুখ।

উপহার

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে কামাল হাট গ্রামের উজ্জ্বল কুমার দাস উপহার পেলেন একটি নতুন ভ্যান, দুইটি কালো রঙের দেশি ছাগল। এ সময় গতকাল শনিবার উপস্থিত ছিলেন ইউপি সদস্য দিলীপ কুমার, সমাজকর্মী কাজী ইমদাদ হোসেন, সুমন কুমার পাল, পল্লব কুমার ও ইমরান হাসান। জীবিকা নির্বাহের ভ্যান গাড়িটির ব্যাটারি চুরি হয় অসহায় উজ্জল দাসের। খবর পেয়ে জেলা প্রশাসক তাকে আর্থিক সহায়তা প্রদান করেন। নিজ এলাকার বিনোদপুর গ্রামের পশ্চিমপাড়ার প্রবাসীদের দেওয়া অর্থে স্থানীয় সমাজকর্মী কাজী ইমদাদ হোসেনের মাধ্যমে তাকে ভ্যান ও ইমরান হোসেন ও সুমন পালের সহযোগিতায় দুইটি ছাগল প্রদান করা হয়। একই সময় তার মেয়ের বই কেনা বাবদ আর্থিক সহযোগিতা করা হয়।

কর্মশালা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে পরিবেশবান্ধব কৃষি বিষয়ক যুব উদ্ভুদ্ধকরণ কর্মশালা হয়েছে। গত শনিবার সকালে এ্যাক্টিভিস্টা বাগেরহাটের উদ্দ্যোগে ও বাঁধন মানব উন্নয়ন সংস্থা এবং একশন এইড বাংলাদেশের সহযোগিতায় একশন ফর ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় বাগেরহাট এসিলাহ মিলনায়তনে এ কর্মশালা হয়। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. খালিদ হোসেন। বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কামারবাড়ী বাগেরহাট এর প্রকৌশলী লুনা রাণী মল্লিক প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close