গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে শিশু হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ছয় বছরের শিশু বায়জিদ হোসেনকে হত্যার ঘটনায় প্রধান আসামি আরিফুল ইসলামকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ। শিশু বায়জিদকে হত্যা করেছেন বলে স্বীকার করেন আরিফুল। গতকাল রবিবার দুপুরে গাজীপুর মেট্টো পলিটন পুলিশ (জিএমপি) এর উপ-কমিশনার আবু তোরাব মো. শামছুর রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেপ্তার আরিফুল পাবনার সুজানগর থানার ভাতশালা গ্রামের বাসিন্দা। তিনি কোনাবাড়ির হরিনাচালা এলাকায় ভাড়া থাকেন।
পুলিশ কর্মকর্তা শামছুর রহমান বলেন, একই বাসার পৃথক ফ্ল্যাটে শিশুর বাবা খালেদ মাহমুদ রাসেল ও গ্রেপ্তার আরিফুল পরিবার নিয়ে বসবাস করেন। গত শনিবার বিকেল থেকে বায়জিদ নিখোঁজ ছিল। শিশুর বাবা কোনাবাড়ি মেট্টো থানায় জিডি করেন।
এদিকে, সোমবার ভোরে শিশুর বাবা ওই বাসার দ্বিতীয় তলার সিঁড়িতে পলিথিন দিয়ে অর্ধেক মোড়ানো অবস্থায় তার ছেলের লাশ দেখতে পান।
"