টাঙ্গাইল প্রতিনিধি

  ২০ নভেম্বর, ২০২৩

টাঙ্গাইল শহর

ধর্ষণ মামলার বাদীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১

টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়ার (বড় মনির) বিরুদ্ধে করা ধর্ষণ মামলার বাদী কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় সৌরভ পাল (২৯) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (১৯ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার রাতে সৌরভকে গ্রেপ্তার করা হয়। তিনি টাঙ্গাইল পৌর শহরের থানাপাড়া এলাকার বাসিন্দা। মামলার বাদী কিশোরীর (১৮) ঝুলন্ত মরদেহ গত শনিবার বিকালে সদর উপজেলার একটি এলাকায় নিজ বাসার তৃতীয় তলা থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শনিবার রাতে তার বড় বোন বাদী হয়ে আপন বড় ভাই ও সৌরভ নামে এক যুবকের নামে আত্মহত্যা প্ররোচনার মামলা করেন।

লাশ উদ্ধার হওয়া কিশোরী চলতি বছরের এপ্রিলে টাঙ্গাইল সদর থানায় আওয়ামী লীগে নেতা গোলাম কিবরিয়ার (বড় মনির) বিরুদ্ধে করা ধর্ষণ মামলার বাদী। বড় মনির টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসানের (ছোট মনির) বড় ভাই।

মডেল থানার ওসি আবু ছালাম মিয়া জানান, শনিবার রাতে আত্মহত্যা প্ররোচনার অভিযোগ এনে (ধর্ষণমামলা করা) ওই কিশোরীর বড় বোন আপন বড় ভাই এবং সৌরভ নামের একজনকে আসামি করেন। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। আজ (রবিবার) ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

জানতে চাইলে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দীন বলেন, এশার মৃত্যুর ঘটনায় টাঙ্গাইল সদর মডেল থানায় এ ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ রাতেই একজনকে গ্রেপ্তার করেছে। আইনগত সব বিষয়ে আমরা সজাগ থেকে এ হত্যার বিষয়ে কাজ করে যাচ্ছি। ময়নাতদন্ত শেষে রিপোর্ট পেলে এই হত্যার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এদিকে চলতি বছরের ৫ এপ্রিল রাতে টাঙ্গাইল সদর থানায় গোলাম কিবরিয়ার (বড় মনির) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন কিশোরী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close