ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২০ নভেম্বর, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় বিকল্প পথে ট্রেন চলাচল স্বাভাবিক
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে আপলাইনে (ঢাকামুখী) ট্রেন চলাচল বন্ধ থাকলেও বিকল্প পথে ঢাকার সাথে চট্রগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
এর আগে রবিবার (১৯ নভেম্বর) সকালের দিকে পাঘাচং স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পৌঁছলে এর পেছনের ৪টি চাকা লাইনচ্যুতের ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন মাষ্টার মো. জসিম উদ্দিন জানান, আপলাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও বিকল্প পথে ঢাকার সঙ্গে চট্রগাম ও সিলেটের ট্রেন যোগাযোগ চালু আছে। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন আসার পর লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করা হবে। এবং ক্ষতিগ্রস্থ লাইন মেরামত করতে কিছুটা সময় লাগবে বলে জানান তিনি।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন