বেনাপোল (যশোর) প্রতিনিধি

  ১৯ নভেম্বর, ২০২৩

অপহৃত সুমন হত্যা মামলায় গ্রেপ্তার ৩

যশোরের বেনাপোল থেকে অপহৃত হওয়া ওমর ফারুক ওরফে সুমন (২৬) হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা শাখারী বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এদিকে, আসামিদের মধ্যে ডালিম কুমার দাস হত্যার বিষয়টি স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ডালিম কুমার দাস (৩৩), অঞ্জন (৪৯) ও রিয়াজ (৩৮)।

যশোর ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গত ১১ নভেম্বর সোনা চোরাকারবারী চক্রের হোতা বেনাপোল পৌরসভার বড় আচড়া গ্রামের কামাল হোসেনের দল যশোরের বেনাপোল থেকে সুমনকে অপহরণ করে হত্যার পর লাশ মাগুরা সদর উপজেলার রামনগর এলাকার রাস্তার পাশের একটি ঝোঁপের মধ্যে লুকিয়ে রেখে যায়। যশোর ডিবির এসআই মুরাদ হোসেনের নেতৃত্বে সিসিটিভি ফুটেজ ও আসামিদের মোবাইলের তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, চোরাকারবারীদের আনুমানিক ৩ কেজি ওজনের ২৫টি সোনার বার খোয়া যাওয়ায় চক্রের কামাল গ্রুপের সুমনকে সন্দেহভাজন হিসেবে মারধর করে। পরে সোনা না পেয়ে তাকে হত্যা করে লাশ মাগুরা সদর উপজেলার রামনগর গ্রামের ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাশে ঝোঁপের মধ্যে ফেলে দেয়।

এর আগে, গত ১৬ নভেম্বর দুপুর ১২টার দিকে মাগুরার রামনগর গ্রাম থেকে সুমনের মৃতদেহ উদ্ধার করে বেনাপোল ও মাগুরা পুলিশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close