জামালপুর প্রতিনিধি

  ১৯ নভেম্বর, ২০২৩

উন্নয়ন তুলে ধরতে ১৫ ইউনিয়নে শোভাযাত্রা

আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদের মেগা প্রকল্পসহ সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে জামালপুরে চলছে ব্যতিক্রমী বিশেষ রোড শো। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পৌর শহরসহ সদর উপজেলার ১৫টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে চলছে ব্যতিক্রমী এই শোভাযাত্রা (রোড শো)। পাশাপাশি প্রজেক্টরের মাধ্যমে জনবহুল স্থানে দেখানো হচ্ছে বর্তমান সরকারের উন্নয়নের ভিডিও চিত্র।

আয়োজক আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রেজনু এই বিশেষ ‘রোড শো’কে বলছেন স্মার্ট বাংলাদেশ শো।

সরেজমিনে দেখা গেছে, ফেস্টুনে পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট, বঙ্গবন্ধু টানেলসহ সব মেগা প্রকল্প ও আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কাজের ছবি লাগিয়ে ভ্যান গাড়ি ছুটে চলছে।

গাড়ির বহরে থাকা সাউন্ড বক্সে বাজছে উন্নয়ন কাজের প্রচার প্রচারণা। সন্ধ্যার পর থেকেই শহর কিংবা গ্রামের জনাকীর্ণ এলাকায় দেখানো হচ্ছে সরকারের নানা উন্নয়নের ভিডিও চিত্র। পাশাপাশি চলছে গান।

জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এফবিসিসিআইয়ের পরিচালক ও জামালপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিস (জেসিসিআই)-এর সভাপতি সিআইপি রেজাউল করিম রেজনুর উদ্যোগে প্রতিদিন প্রতিটি ইউনিয়নে সরকারের উন্নয়নের ফিরিস্তি নিয়ে চলছে ৫০ ভ্যানগাড়ি। সারা দেশে সরকারের বাস্তবায়িত বিভিন্ন মেগা প্রকল্পের ছবি ও ভিডিও প্রদর্শনের উদ্যোগটি এলাকায় ব্যাপক সমাদৃত হয়েছে।

রেজাউল করিম রেজনু প্রতিদিনের সংবাদকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার যে উন্নয়ন সারা দেশে বাস্তবায়ন করেছে তা জনগণের কাছে তুলে ধরতেই তার এই আয়োজন। ১ অক্টোবর থেকে শুরু হওয়া বিশেষ এই আয়োজন নির্বাচনী আচরণ বিধি মেনে চলবে আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে আগামী নির্বাচনে শেখ হাসিনার বিকল্প নেই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close