শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
১৯ নভেম্বর, ২০২৩
ভিজিডির ৭ বস্তা চাল জব্দ

সিরাজগঞ্জ শাহজাদপুরে পরিত্যক্ত স্থান থেকে মহিলাবিষয়ক অধিদপ্তর পরিচালিত দুস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচির বরাদ্দ ৬০ কেজির ৭ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে এলাকাবাসী উপজেলার কৈজুরি ঠুটিয়া কলেজের সামনে ৭ বস্তা চাল পরিত্যক্ত অবস্থায় দেখতে পেয়ে উপজেলা প্রশাসনকে খবর দেয়। ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খোকন গ্রাম পুলিশ পাঠিয়ে ৭ বস্তা চাল উদ্ধার করেন।
ইউএনও কামরুজ্জামান জানান, চালগুলো ভিডব্লিউবি (ভিজিডি) নাকি ন্যায্য মূল্যের তা সঠিকভাবে জানা যায়নি।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন