মান্দা (নওগাঁ) প্রতিনিধি
১৯ নভেম্বর, ২০২৩
মান্দায় পৃথক ঘটনায় মৃত্যু ২

নওগাঁর মান্দায় পৃথক দুই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এক যুককের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ও আরেক বৃদ্ধ আগুনে পুড়ে মারা গেছেন। গত শুক্রবার রাতে উপজেলার মৈনম ইউপির সরদারপাড়া ও গনেশপুর ইউপির সতিহাট হঠাৎপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মান্দা থানায় দুটি পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে।
নিহত দুজনের মধ্যে মৈনম সরদারপাড়া গ্রামের জসিম উদ্দীনের ছেলে তরিকুল ইসলাম (২৩) ও গণেশপুর ইউপির মৃত সুবেদ আলীর ছেলে সমসের আলী (৭০)।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন