মাভাবিপ্রবি প্রতিনিধি

  ১৯ নভেম্বর, ২০২৩

উপাচার্য ফরহাদ হোসেন

সেশনজট নিরসনে সফল মাভাবিপ্রবি

সেশনজট নিরসনে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) সফল হয়েছে বলে দাবি করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন। গতকাল শনিবার একটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

গতকাল প্রথম দিনে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা হয়। এদিন সকাল সাড়ে ৯টার দিকে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সম্মেলন কক্ষে প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ইন্ট্রোডাকটরি বায়োকেমিস্ট্রি-২ কোর্সের পরীক্ষা হয়। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য ড. ফরহাদ হোসেন।

উপাচার্য ফরহাদ হোসেন বলেন, ‘যোগদানের পর থেকে আমার অন্যতম চ্যালেঞ্জ ছিল সেশনজট নিরসন। বিগত সেমিস্টারগুলো প্রায় চার মাসে সম্পন্ন করা গেছে। ২০২৩ সালের একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ করে যথাযথ সময়ে সেমিস্টার পরীক্ষা শুরু করেছি।’

পরীক্ষার হল পরিদর্শনকালে উপাচার্যের সঙ্গে শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন উদ্দিনসহ বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close