মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

  ১৯ নভেম্বর, ২০২৩

স্কুলছাত্রী হত্যা মামলা

মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন

পিরোজপুরের মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর ফাতেমা আক্তার ইতি (৯) নামে এক শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় মত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ২ আসামিকে সাজা কমিয়ে যাবজ্জীবন দণ্ড দিয়েছেন হাইকোর্টের আপিল বিভাগ। নিহত শিশুটির পরিবার গতকাল শনিবার সকালে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। এ রায়ে তারা খুশি নন বলেও জানান। তবে আবারও আপিল করবেন কিনা তা বলেননি।

গত বুধবার শুনানী শেষে বিকেলে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চ এ রায় দেন। দণ্ডিতরা হলেন, মঠবাড়িয়ার বুখইতলা গ্রামের মেহেদী হাসান স্বপন ও সুমন জমাদ্দার।

জানা গেছে, ২০১৬ সালের ৩১ জানুয়ারি পিরোজপুর জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. গোলাম কিবরিয়া এ দুজনকে মৃত্যুদণ্ডের রায় দেন। পরে হাইকোর্টে আসামিরা আপিল করেন। ২০২১ সালের ৩০ জুন হাইকোর্ট বিভাগ ডেথ রেফারেন্স খারিজ করে আসামিদের খালাস দেন। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ।

এর আগে, ২০১৪ সালে বাড়ির পাশের একটি বাগানে ফাতেমার মরদেহ পাওয়া যায়। তদন্তে শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার রিপোর্ট দেওয়া হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close