সংক্ষিপ্ত সংবাদ
হাসপাতাল উদ্বোধন
পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রীন স্কয়ার হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার বেলা ১২ টায় উপজেলা সদরের থানা ব্রীজ সংলগ্ন এলাকায় উদ্বোধন করেন জেলার সিভিল সার্জন ডা: এস এম কবির হাসান। অবসর প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার ও ওই হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক এম.এ মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও মো. আল ইমরান, থানার ওসি মো. আবদুস ছালাম, মুরাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ গোলাম মরতুজা, প্রমুখ।
সভা
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের শিশু হাসপাতাল অরবিন্দ শিশু হাসপাতালের ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার হাসপাতালের বিমল কুমার দেব মিলনায়তনে এ সভা হয়। হাসপাতাল কমিটির সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. শামীম কবির। শোক প্রস্তাব পাঠ করেন কমিটির সহ-সভাপতি রনজিৎ কুমার সিংহ। শুভেচ্ছা বক্তব্য দেন স্মরণিকা উপ-কমিটির আহবায়ক রেজওয়ান হোসেন চৌধুরী রানা, সহ-সভাপতি সুনীল চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক জামিনুর ইসলাম জুয়েল, সভার কার্যিববরণী পাঠ করেন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক প্রেম নাথ রায়। বার্ষিক সাধারণ সভার প্রতিবেদন পাঠ করেন কমিটির সাধারণ সম্পাদক শামীম কবির, আয়-ব্যয়ের প্রতিবেদন পাঠ করেন ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ মনোয়ারুল হক মার্শাল, প্রমুখ।
অলিম্পিয়াড অনুষ্ঠিত
উলিপুর প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম হাতিয়া গণহত্যা দিবস উপলক্ষে গণতন্ত্র অলিম্পিয়াড হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের আয়োজনে, সুজন-সুশাসনের জন্য নাগরিকের সহযোগিতায় এ অলিম্পিয়াড হয়। প্রধান অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান অলিম্পিয়াডের উদ্বোধন করেন। পরে উপজেলা সুজনের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য দেন উলিপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ দেবব্রত রায়, মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, উলিপুর সরকারি কলেজের ইংরেজী প্রভাষক নাজমা আক্তার, প্রমুখ।
গ্রেপ্তার
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে ৬৫ কেজি গাজা উদ্ধার, একটি ট্রাক জব্দ সহ একজনকে গ্রেপ্তার করছে র্যাব-১২। শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলার সলঙ্গা থানাধীন ঘুড়কা বেলতলায় চট্টগ্রাম-নওগাগামী একটি লবণ ভর্তি ট্রাক জব্দ করে। তল্লাশি চালিয়ে এ সময় সাড়ে ৬৫ কেজি গাজা উদ্ধার ও একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যাক্তির বাড়ি নওগাঁর পত্নীতলা থানার পূর্ব পাটিচড়া গ্রামে। তার বিরুদ্ধে জেলার সলঙ্গা থানায় একটি মামলা করা হয়েছে বলে স্কোয়াড্রন লীডার কোম্পানি কমান্ডার র্যাব-১২ মোহাম্মাদ ইলিয়াস খান জানান।
নৌকা উদ্বোধন
কাউনিয়া প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় নৌকা বাইচের জন্য তৈরি করা একতা নামের একটি বাইচ নৌকা নির্মাণ শেষে উদ্বোধন করা হয়। গত শুক্রবার বিকেলে শান্তির পায়রা কবুতর উড়িয়ে এ উদ্বোধন করা হয়। যুবলীগ নেতা ইউসুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ও নৌকার উদ্বোধন করেন কাউনিয়া ডায়াবেটিস সমিতির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ ও আরিফা ফুড প্রোডাক্টস এর ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান। আরো ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম সেলিম, বালাপাড়া ইউনিয়ন আ.লীগের সাবেক সম্পাদক দিলদার আলী, প্রমুখ।
"