ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

  ১৯ নভেম্বর, ২০২৩

ভূরুঙ্গামারীতে বাধার মধ্যেই বিএনপির বিক্ষোভ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল বাতিলের দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বাধায় মধ্যেই বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। গতকাল শনিবার বিকেলে বিএনপির ভূরুঙ্গামারী শাখা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপজেলার জামতলা এলাকায় মিছিল নিয়ে দুই দফা বাধার মুখে পড়ে।

গতকাল বিএনপির মিছিলটি জামতলা মোড় এলাকা থেকে কলেজ মোড়ের দিকে এগিয়ে গেলে পুলিশ মিছিলে বাধা দিয়ে ব্যানার ছিনিয়ে নেয়। পরে মিছিলটি জামতলা মোড় থেকে হাসপাতাল রোডের সাদ্দাম মোড় হয়ে পুনরায় জামতলায় ফিরে আসে। এ সময় মিছিলটি আবারও পুলিশের বাধার মুখে পড়ে। বাধা পেয়ে বিক্ষোভকারীরা রাস্তায় বসে পড়েন। এ সময় সরকারের পদত্যাগ ও ঘোষিত তফসিল বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close