কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
ন্যায্যমূল্যে সবজি বিক্রি করল ছাত্রলীগ
পিরোজপুরের কাউখালীতে সাধারণ মানুষের মধ্যে ন্যায্য মূল্যে সবজি বিক্রি করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। কৃষকের কাছ থেকে সরাসরি শাকসবজি কিনে তা কম দামে বিক্রির ব্যবস্থা করেন।
গতকাল শনিবার বিকেলে ডাকবাংলো মোড়ে এ কর্মসূচি পালন করেন সরকারি কাউখালী মহাবিদ্যালয়ের ছাত্রলীগের নেতারা। চলমান অবরোধে পণ্যে দাম বেড়ে যাওয়ায় আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সংগঠনের নেতাদের এই উদ্যোগে সঠিক দামে সবজি কেনার সুযোগ পায় সাধারণ ভোক্তারা।
জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সরকারি কাউখালী মহাবিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. রাজু তালুকদার বলেন, ‘এক শ্রেণীর ব্যবসায়ী নিত্যপণ্যের দাম বাড়িয়ে বাজারে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। সেই সব ব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই এই আয়োজন। মূলত প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় আমরা এ উদ্যোগ হাতে নিয়েছি। সবজির বাজারে অস্থিতিশীলতা কাটাতে ছাত্রলীগের সুলভ মূল্যে সবজি বিক্রির এই উদ্যোগ অব্যাহত থাকবে।
কলেজ কমিটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জিতু বলেন, ‘কৃষকের কাছ থেকে সরাসরি তাদের উৎপাদিত শাকসবজি কেনা হয়েছে। কৃষকরা যেমন ন্যায্যমূল্য পাচ্ছেন, ঠিক তেমনি সঠিক দামে ভোক্তারা এসব সবজি পাচ্ছেন।’
"