নোয়াখালী প্রতিনিধি

  ১৯ নভেম্বর, ২০২৩

মাদক কারবারের প্রতিবাদ করায় প্রাণ গেল যুবকের

নোয়াখালী সদর উপজেলায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় মারধরে আহত যুবক হুমায়ুন কবির মুকুলের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিবিরপরিচর্যায় (লাইফ সাপোর্ট) থাকা অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ১ অক্টোবর সকালে উপজেলার সাহেবের হাট পশ্চিম বাজারে দুর্বৃত্তের হামলার শিকার হন মুকুল। তিনি আবদুল্যাহপুর গ্রামের মো. আবদুল কাদেরের ছেলে। তিনি জেলার সেনবাগ উপজেলায় ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পে কর্মরত ছিলেন।

মুকুলের ভাই পলাশ জানান, মাদক ব্যবসার বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিবাদ করায় কয়েক মাস আগে কালাম নামে একজনের সঙ্গে বাকবিতণ্ডা হয় মুকুলের। গত ১ অক্টোবর সকালে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে কালাম, ওমর, সাহাব উদ্দিন, সবুজ, রায়হানসহ কয়েকজন মুকুলের ওপর হামলা করে। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয় মুকুল। তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতাল, পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করে। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ১ মাস ১৬ দিন পর শুক্রবার সকালে মারা যায় মুকুল।

মুকুলের বাবা আবদুল কাদের বলেন, ‘ঘটনার পর মাদক ব্যবসায়ী কালাম ও তার সঙ্গীদের বিরুদ্ধে থানায় একটি মামলা করি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close