ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
ধনবাড়ীতে তিন দিনব্যাপী কৃষিমেলা

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিনব্যাপী কৃষিমেলার উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসলাম হোসাইন।
উদ্বোধন শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান। ইউএনওর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন পরিষদ চেয়ারম্যান। বিশেষ অতিথি ছিলেন ধনবাড়ী পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান জেব-উন্নাহার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ইদ্রিস আলী ও ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি স. ম. জাহাঙ্গীর আলম।
পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। আলোচনাসভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ উপস্থিত সবার মধ্যে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
"