চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ১৮ নভেম্বর, ২০২৩

যমুনায় নৌকা থেকে পড়ে শ্রমিক নিখোঁজ

সিরাজগঞ্জের চৌহালীতে তীর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ করতে গিয়ে নৌকা থেকে পড়ে আকব্বর আলী (৬০) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। গত বৃহস্পতিবার উপজেলার জোতপাড়া এলাকায় যমুনা নদীতে এ ঘটনা ঘটে। আকব্বর কুষ্টিয়ার কোমরভোগ গ্রামের মৃত কাছেদ আলীর ছেলে।

আকব্বর আলীর ছেলে আসাদুল্লাহ জানান, বৃহস্পতিবার যমুনায় নৌকা ঘোরানোর সময় হালের বাড়ি লেগে নদীতে পড়ে যান তার বাবা।

চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির কর্মকর্তা সামছুল হক বলেন, জোতপাড়া এলাকায় বাঁধের কাজ করতে আসা এক শ্রমিক নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close