সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ পৌর আ.লীগের বর্ধিত সভা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বিএনপি-জামায়াতের সহিংসতা, নৈরাজ্য, অবৈধ হরতাল অবরোধের নামে অগ্নি-সন্ত্রাসের প্রতিবাদ ও আগামী ৭ জানুয়ারি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের জরুরি যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, পরিচালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আহমেদ।
অনুষ্ঠানে সিরাজগঞ্জ ২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না বলেন, বিএনপি-জামায়াত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ হরতাল অবরোধ, অগ্নি-সংযোগ, সন্ত্রাস সৃষ্টি করে চলেছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সহ-সভাপতি অ্যাড. বিমল কুমার দাস, ইসহাক আলী, সৈয়দ আব্দুর রউফ মুক্তা প্রমুখ।
"