বগুড়া প্রতিনিধি
বগুড়ায় নবান্নে নতুন আলুর কেজি ২০০
বগুড়ার বাজারে নতুন আলু উঠেছে। লাল পাকড়ী জাতের প্রতিকেজি আলু ১৬০-২০০ টাকা। আবার কেউ ২৪০ টাকা পর্যন্ত খুচরা বাজারে বিক্রি করছেন। গতকাল শুক্রবার বগুড়া শহরের রাজাবাজারে বেশকয়েকটি দোকানে আলু বিক্রি হতে দেখা গেছে।
জানা গেছে, সনাতন ধর্মাবলম্বীদের পঞ্জিকা অনুযায়ী শনিবার নবান্ন উৎসব। এ উপলক্ষে জামাইসহ আত্মীয়স্বজনদের আপ্যায়ন করা হয়। খাদ্য তালিকায় মাছসহ নতুন আলু থাকে। আর এ কারণেই বাজারে নতুন আলুর চাহিদা বেড়ে যায়। ব্যবসায়ীরা নবান্ন উৎসবকে সামনে রেখে বাজারে নতুন আলু নিয়ে আসনে।
বগুড়ার বৃহৎ পাইকারী বাজার রাজাবাজার ও ফতেহ আলী বাজারে দেখা গেছে, কয়েকজন ব্যবসায়ী নতুন আলু বিকি
করছেন। প্রতি কেজি ছোট আকারের ১৬০ টাকা এবং বড় আকারের ২০০-২৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
আলু ব্যবসায়ী সবুজ জানান, শুক্রবার প্রথমবারের মতো বাজারে নতুন আলু এসেছে। এটি আগাম জাতের আলু। নীলফামারী এলাকা থেকে এই আলু তিনি সংগ্রহ করেছেন।
রাজাবাজার আড়তদার ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ জানান, শুধু সনাতন ধর্মাবলম্বীরা নয়, সবাই নতুন আলু ক্রয় করে থাকে।
"