
সংক্ষিপ্ত সংবাদ

মতবিনিময়
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুরে প্রধানমন্ত্রীর সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় ৩৫০০ জন উপকারভোগীর সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তানভীর শাকিল জয়। শুক্রবার সকাল ১০টায় শুভগাছা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ মতবিনিময় হয়। শুভগাছা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও ইউপি সদস্য তাজ উদ্দিন টিপু এবং নয়ন সরকারের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী প্রমুখ।
উদ্বোধন
সোনাতলা প্রতিনিধি
বগুড়ার সোনাতলায় উপজেলা পরিষদের উদ্যোগে ২০২০ ও ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে স্থানীয় বঙ্গবন্ধু মিলনায়তনে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মিনহাদুজ্জামান লিটন। এটি সঞ্চালন করেন সরকারি নাজির আখতার কলেজ ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সুমন ও ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রিপন। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নবীন আনোয়ার কমরেড, কলেজ অধ্যক্ষ আহসান হাবীব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এন্তেজার রহমান, প্রমুখ।
সভা
নন্দীগ্রাম প্রতিনিধি
সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে বগুড়ার নন্দীগ্রামে পৌরসভার আইনশৃঙ্খলা কমিটির সভা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে পৌরসভা হলরুমে এ সভা হয়। পৌর আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মো. আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পুলিশ পরিদর্শক (ওসি) আজমগীর হোসাইন আজম। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শফিউল আলম ছবি, পরশউল্লাহ মন্ডল, পৌর নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ, কাউন্সিলর রফিকুল ইসলাম অপু, প্রমুখ।
মাঠ দিবস
কাউনিয়া প্রতিনিধি
কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম, পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় রোপা আমন ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে শহীদবাগ খামারের ব্লকে এ অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন অত্র প্রকল্পের মনিটরিং কর্মকর্তা মো. সাইফুল আলম, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজল সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ইমদাদুল হক, প্রমুখ।
টুর্নামেন্ট উদ্বোধন
বিরামপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে লিজেন্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০ টায় বিরামপুর আনসার মাঠে এ উদ্বোধন করেন পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী। এতে উপস্থিত ছিলেন, রাজউক উত্তরা মডেল এন্ড কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল ও হাকিমপুর ফেরদৌস আলী খান মডেল কলেজের প্রিন্সিপাল টি আই সরকার, মহিলা কলেজের অধ্যক্ষ মেসবাউল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমুখ।
গ্রেপ্তার
উলিপুর প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে এক কেজি গাঁজা জব্দসহ সালাম উদ্দিন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার তবকপুর সরদার পাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সালাম উদ্দিনের বাড়ি ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের আব্দুল বারীর ছেলে। উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শুক্রবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।
"