কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

  ১৮ নভেম্বর, ২০২৩

কালীগঞ্জে ১৯ দিনেও মেলেনি নিখোঁজ গৃহবধূর সন্ধান

ঝিনাইদহের কালীগঞ্জে রুপা আলম (৩২) নামের এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। গত ৩০ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশের দোকান থেকে কিছু কেনার উদ্দেশ্যে বের হওয়ার পর আর বাড়িতে ফিরে আসেননি রুপা। পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন এর পর থেকে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি।

নিখোঁজ রূপা আলম পৌর এলাকার ফয়লা গ্রামের বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী রফিকুল আলম রনির স্ত্রী।

রূপার স্বামী রনি জানান, তাদের রুপার মোহাম্মদ রাইয়ান আহমেদ (১০) ও মোসাম্মৎ মারিয়া খাতুন রাইসা (৭) নামে দুই সন্তান রয়েছে। নিখোঁজ হওয়ার ৪ দিনের মাথায় রুপা আলম তার বাবাকে এবং ১১ দিনের মাথায় স্বামী রনির মুঠোফোনে (পৃথক নাম্বার থেকে) ফোন দিয়। ফোনে জানায় সে খুব বিপদে আছে, এতোটুকুই। ঘটনার পর দিন রনি কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close