দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
দুর্গাপুরে নানা আয়োজনে নবান্ন উৎসব
নেত্রকোনার দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে নবান্ন উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার রাতে একাডেমি হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’ এ প্রতিপাদ্যে আলোচনা সভায় নৃত্য শিক্ষক মালা মার্থা আরেংয়ের সঞ্চালনায় ও একাডেমির পরিচালক গীতিকবি সুজন হাজংয়ের সভাপতিত্বে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শ.ম জয়নাল আবেদীন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, সাবেক প্রধান শিক্ষক একে এম ইয়াহিয়া, চন্ডিগড় ইউপি চেয়ারম্যান আলম সরকার, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন তালুকদার, কবি জীবন চক্রবর্তী, দুনিয়া মামুন, হিমু পাঠাগার সভাপতি মাসুদ রানা প্রমুখ।
আলোচনা পর্ব শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গ্রাম বাংলার সাংস্কৃতিক চিত্র তুলে ধরেন কালচারাল একাডেমির শিল্পীরা।
"