চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৮ নভেম্বর, ২০২৩
হেরোইনসহ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ১৩৪ গ্রাম হেরোইনসহ রবিউল ইসলাম রুবেল (৪০) নামে এক যুবককে আটক করেছে র্যাব। গতকাল শুক্রবার সকালে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আটক যুবক সদর উপজেলার রামজীবনপুর-কাচারী এলাকার আনোয়ার হোসেনের ছেলে। সংবাদ সম্মেলনে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চৌধুরীর মোড় এলাকায় অভিযান চালিয়ে এক কেজি ১৩৪ গ্রাম ও একটি অটোরিকশাসহ রুবেলকে আটক করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়েছে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন