ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

  ১৮ নভেম্বর, ২০২৩

ধনবাড়ীতে মাদরাসা ভবনে অগ্নিকাণ্ড

টাঙ্গাইলের ধনবাড়ীর কলেজপাড়ার মাদরাসাতুন নূর ধনবাড়ী মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দুপুরের দিকে জুমার নামাজের সময় মাদরাসার ৫ তলার আবাসিক ভবনের রুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ধনবাড়ী পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল।

ধনবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম এ বিষয়ে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

মাদরাসার ৫ তলার আবাসিক ভবনের দায়িত্বরত শিক্ষক রোকনুজ্জামান জানান, অগ্নিকাণ্ডের সময় মাদরাসার শিক্ষক ও ছাত্ররা নামাজে থাকায় ফাঁকা ভবনের আগুনে বিছানা ও পড়ার টেবিল পুড়ে গেলেও বড় ধরনের কোন ক্ষতি হয়নি। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো সঠিকভাবে জানা যায়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close