reporterঅনলাইন ডেস্ক
  ১৭ নভেম্বর, ২০২৩

সংক্ষিপ্ত সংবাদ

প্রস্তুতিমূলক সভা

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

ঢাকার দোহারে মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা সভাকক্ষে এ সভা হয়। দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বের আলমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, দোহার পৌরসভার মেয়র মো. আলমাস উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মামুন খান, দোহার থানার ওসি (তদন্ত) আজাহার ইসলামসহ অন্যরা।

প্রশিক্ষণ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় দরিদ্র জনগোষ্ঠীকে কর্মসংস্থানমূলক কাজের প্রশিক্ষণের মাধ্যমে আর্থসামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে দুই মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলায় সমাজসেবা অধিদপ্তর ও বহুমুখী মানব কল্যাণ সংস্থার আয়োজনে কামান্ন মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। বহুমুখী মানব কল্যাণ সংস্থার নির্বাহী চেয়ারম্যান আহমেদ পিপুলের সভাপতিত্বে ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আব্দুল আউয়াল প্রিন্স এর সঞ্চালনায় অনুষ্ঠানে ভর্চুায়ালী প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর।

বিতরণ

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রশাসন উপজেলার বিভিন্ন এলাকার ২০০টি পরিবারের মাঝে ১ বান্ডিল করে ঢেউটিন ও ৩ হাজার টাকার করে চেক বিতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপণা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় প্রধানমন্ত্রীর মানবিক এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জুলফিকার আমীন সোহেল, অর্থ সম্পাদক সুমন বেপারী প্রমুখ।

মতবিনিময়

ফদিরপুর প্রতিনিধি

ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা হলরুমে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এ সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল আহসান তালুকদার পিএএ। সভায় স্বাগত বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আখতার প্রমুখ।

উদ্বোধন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে বার্ষিক ব্যাডমিন্টন খেলার উদ্বোধন করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান প্রধান অতিথি হিসেবে ব্যাডমিন্টন খেলার উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উখিং মে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়া। উপজেলা প্রশাসনে আয়োজনে পরিষদ চত্ত্বরে প্রাঙ্গণে অনুষ্ঠিত এ বার্ষিক ব্যাডমিন্টন খেলা পরিচালনা করেন বি আরডিভি হিসাবরক্ষক লিটন আহমেদ।

সিসি ক্যামেরা

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় ১০টি ইউনিয়ন পর্যায়ে ভূমিসেবার মান উন্নয়ন করতে দালাল, দুর্নীতি, চুরি ও ঘুষ বাণিজ্য বন্ধে সিসি টিভি ক্যামেরা বিতরণ করা হয়েছে। গত বুধবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ হয়। এতে ইউএনওর কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার (এমপি)। ইউএনও নুর-ই-আলম সিদ্দিকী এর সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আখতার, উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close