মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে পৃথক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

মানিকগঞ্জ সদর ও দৌলতপুরে পৃথক হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন পৃথক আদালত।
মানিকগঞ্জে স্ত্রী হত্যা মামলায় দণ্ডিত আসামি স্বামী রঞ্জিত মন্ডলকে যাবজ্জীবনের পাশাপাশি ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া
হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।
জানা যায়, পারিবারিক কলহের জেরে ২০০৮ সালের ১৭ জুলাই স্ত্রী স্বরসতী মন্ডলকে ধারালো অস্ত্র দিয়ে গুরুত্ব আহত করেন রঞ্জিত মন্ডল। ঘটনার পরের দিন ১৮ জুলাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বরসতী। পরে নিহতের মামা প্রদীপ কুমার মোদক বাদী হয়ে রঞ্জিতকে আসামি করে সদর থানায় মামলা করেন। গতকাল উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে অভিযুক্ত প্রমাণিত হওয়ায় তাকে এ সাজা দেন আদালত।
এদিকে জেলার দৌলতপুরে শিশু বিথী (৮) হত্যা মামলায় কফিল উদ্দিন (৫৫) ও আওলাদ হোসেন ও একই এলাকার দেলোয়ার হোসেনকে যাবজ্জীবন এবং একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।
"