হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

  ১৬ নভেম্বর, ২০২৩

হাজীগঞ্জে দপ্তরির বিরুদ্ধে শিশুকে যৌন হয়রানির অভিযোগ

চাঁদপুরের হাজীগঞ্জে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানিসহ নানা অভিযোগ উঠেছে স্কুলের দপ্তরির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তির নাম মো. মিজানুর রহমান। তিনি উপজেলার বাকিলা ইউনিয়নের একটি বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী। গত মঙ্গলবার বেলা তিনটার দিকে অভিযুক্ত মিজানুর রহমানকে নিয়ে ম্যানেজিং কমিটিসহ অভিভাবক ও স্থানীয় ব্যক্তিদের নিয়ে বৈঠক চলছে।

শিক্ষার্থীর নানা জানান, নাতিনটার বাবা নেই। গত কয়েকদিন আগে এই নাতিনের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন দপ্তরি মিজানুর। পরে নাতিন তাদের বিষয়টি জানানোর পর তিনি গত বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্থানীয় ব্যক্তিদের জানান। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার চান।

মিজানুর রহমান এ ব্যাপারে বলেন, ‘আমার মেয়েটিও এই বিদ্যালয়ে পড়ে। তাহলে, আমি কিভাবে এমন কাজ করতে পারি? আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যে।’

প্রধান শিক্ষক মোসাম্মৎ আলেয়া বেগমে জানান, বিষয়টি তিনি মৌখিকভাবে ম্যানেজিং কমিটিসহ ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরী বলেন, ‘বিষয়টি এটিও সাহেব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে মৌখিকভাবে জানিয়েছেন। পরবর্তীতে তদন্তপূর্বক বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম বলেন, ‘বিষয়টি স্পর্শকাতর। শিক্ষা কর্মকর্তার সাথে কথা বলছি। তিনি তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close