কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
কালিয়াকৈরে ডাইং কারখানায় অগ্নিকাণ্ড
গাজীপুরের কালিয়াকৈরে ফায়ার সার্ভিস অফিস ও ভাই কিং ফিলিং স্টেশনের পাশে সাফওয়ান ফয়েলস এবং কোয়ালিটি ডাইং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত সোয়া এগারটার দিকে চন্দ্রার খাড়াজোড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়, একটি কারখানায় অগ্নিকাণ্ড দেখে কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
অগ্নিকাণ্ড বেড়ে যাওয়ায় জয়দেবপুর ও সাভার সহ আশেপাশের ইউনিট গুলোকে খবর দেওয়া হয়। এক পর্যায়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট দীর্ঘ দুই ঘন্টা কাজ করে এই দুই কারখানার আগুন নিয়ন্ত্রণে আনেন।
কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, স্থানীয়রা ঘটনাস্থল থেকে ফোনের মাধ্যমে আগুন লাগার সংবাদ জানায়। খবর পেয়ে প্রথমে ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য পাঠানো হয়। পরে আশপাশের আরো দুইটি ইউনিট যোগ হয়ে মোট ৮টি ইউনিট কাজ করে দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণ আনা হয়।
"